[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
গত রাতে পারুল বেগম(৫৫) স্বামী -মোঃ ফিরোজ মিয়া,গ্রাম -উত্তর মনোহরপুর, ১নং বাঘমারা ইউনিয়ন, সদর(দঃ) উপজেলা, কুমিল্লা।
করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মারা যাওয়ার খবর শুনে গ্রামের কথিত কর্তারা কবরস্থানের প্রবেশ পথ গতরাতে নতুন করে বেড়া দিয়ে তালা মেরে দিয়েছে যাতে উক্ত গ্রাম তথা কবরস্থানে করোনায় মৃত্যু হওয়া মহিলাকে দাফন করতে না পারে। এই অবস্থা মরহুমার স্বামী ও ছেলে শুনার পর মরহুমার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে চলে যাচ্ছিল তখন এক লোক ঘটনা দেখে “বিবেক” এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুকে ফোন করে ঘটনার বিস্তারিত জানায় এবং সবদিকে সহযোগিতা করার জন্য বলে(উল্লেখ্য যে উক্ত পরিবার খুবই গরীব ও অসহায়) ঘটনা শুনে ইউসুফ মোল্লা টিপু সর্বপ্রকার সহযোগিতার কথা বলে।
“বিবেক” এর সদস্যরা তৎক্ষনাৎ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহ সংগ্রহ করে মরহুমার গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের বিভিন্ন কথিত মানুষরূপী অমানুষদের মন গলাতে পারেনি এমনকি মসজিদ কমিটির লোকজন খাটিয়া পর্যন্ত ব্যবহার করতে দেয়নি! উপায়ন্তর না দেখে বৃষ্টি ভেজা মেঠোপথ ও ধান ক্ষেতের মাঝ দিয়ে প্রায় এক কিলোমিটার মরদেহ বহন করে অন্যদিক দিয়ে কবরস্থানে প্রবেশ করে মরহুমাকে কবরস্থ করা হয়। আমরা গ্রামের কথিত মানুষরূপীদের কিছু বলবো না শুধু মহান রাব্বুল আল-আমিন এর নিকট দোয়া করি যেন যারা আজ এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের যেন হেদায়েত করে এবং তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়।(এভাবে মৃত মানুষের সাথে আচরণ আমি কুমিল্লার মানুষ হিসেবে আশা করি না)
হে আল্লাহ তুমি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করো।