[ম্যাক নিউজ রিপোর্টঃ-মাহফুজ নান্টু কুমিল্লা]

পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন করোনাভাইরাসে আক্রান্ত মা। তবে জন্মের পরই মারা যায় শিশুটি। এর ১২ ঘণ্টা পর মারা যান শিশুটির মা।সোমবার সকাল সাড়ে ৬টায় এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে।

২৭ বছর বয়সী ওই মায়ের নাম মোসা. ফারজানা আকতার। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার হরিশাপুরা গ্রামের প্রবাসী মো. সোহেল পাটোয়ারীর স্ত্রী।১৭ মে গর্ভাবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

করোনা ইউনিটের চিকিৎসক ডা. মোস্তাফিজ বলেন, ‘মা করোনায় আক্রান্ত হওয়ার কারণে শিশুর শরীরেও এর প্রভাব ছিল। অপরিপক্ক বয়সে জন্ম নেয়ার ফলে জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় শিশুটি।’

তিনি বলেন, ‘আমরা ১৩ দিন ধরে ওই নারীকে চিকিৎসা দিয়েছি। আমরা সব ধরনের চেষ্টা করেছি। ওই নারী সন্তান হারানোর শোক সহ্য করতে পারেন নি। আমরা খুব চেষ্টা করেছি। খুবই হৃদয় বিদারক ঘটনা।’

করোনাভাইরাসে আক্রান্তদের দাফন নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক টিমের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘মৃত্যুর খবরে হাসপাতালে এসে বিবেকের নারী সদস্যরা ওই নারীর গোসল সম্পন্ন করে। সকাল সাড়ে ৮টায় হাসপাতাল প্রাঙ্গনে জানাজা শেষে মরদেহ গাড়িতে তুলে দেয়া হয়।’

দুপুরে ওই মা ও তার সন্তানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *