[ ম্যাক নিউজ ডেস্ক ]
রাজধানীর যাত্রাবাড়ীতে নারিকেলের ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশের এলিটফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান। তিনি জানান, বুধবার (৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নারিকেলের ভেতরে অভিনব কৌশলে অবৈধ হেরোইন নিয়ে যাওয়ার সময় মা-মেয়েকে গ্রেফতার করে র্যাব। জব্দ হেরোইনের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
গ্রেফতার মা মোছা. আসমা (৪০) ও মেয়ে সাফিয়া খাতুন (৭০)। র্যাব জানায়- গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হচ্ছে।