[ম্যাক নিউজ রিপোর্টঃ-এম এ কাদের অপুঃ লাকসাম।]
লাকসাম সার্কেলের নেতৃত্বে ৪হাজার ৬৩০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ৩।
কুমিল্লার লাকসামে জিআরপি থানার পাশে পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল এর নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল রেলওয়ে জংশন জিআরপি থানার পাশ থেকে ইয়াবার এই চালান উদ্ধার করে৷
এতে লাকসাম নৈরপাড় গ্রামের চানঁ মিয়ার ছেলে ডিজে সোহেল, মনোহরগন্জ লাইলহরী গ্রামের মাফুু আলমের ছেলে ফরহাদ হোসেন ও রাঙ্গামাটির মৃতঃ সালাউদ্দিনের ছেলে মুন্নাকে গ্রেফতার করেছে৷
সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১জুন) রাতে লাকসাম থানার পুলিশের একটি বিশেষ দল নিয়ে জংশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করি।
এসময় জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভিতরে লুকিয়ে রাখা পলিথিন বেগে থাকা ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করি এবং তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করি।