[ ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি ]
২৯জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও১২৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার৩০৫জন।
আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৭৭জনে দাঁড়ালো। সিটি কর্পোরেশন ০১ জন,চৌদ্দগ্রাম ০১ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৪৭জন,বুড়িচ১৩জন,আর্দশ সদর০৪জন, সদর দক্ষিণ ১০জন,লালমাই ০৫ জন,নাঙ্গ লকোট ০১ বরুড়া০৭জন, মুরাদনগর ০৪জন, দেবিদ্বার ০৪জন,মনোহরগন্জ ০৩জন, তিতাস ০২জন, দাউদকান্দি ০৮ জন,চান্দিনা ০২জন,লাকসাম ০৪জন, চৌদ্দগ্রাম ১৩জন, ব্রাক্ষণপাড়া ০৭।
আজকের রিপোর্টে সুস্থ্য৫০জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার৭৫০জন করোনা রোগী।আজকের সুস্থ্য চান্দিনা ০৩জন,দেবিদ্বার ০৩জন, সিটি কর্পোরেশন ২২জন, আর্দশ সদর ১৫ জন,বুড়িচং ০৮ জন।
গতকাল ৩০জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৫হাজার ০৯৫জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮৩হাজার ৮৬০জনের। এর মধ্যে ১৪ হাজার ৩০৫জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৩৪
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৬।