[ম্যাক নিউজ ডেস্ক]
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে হুমকি
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজকে হুমকি দিয়েছেন শহরের চিহ্নিত সন্ত্রাসী বজলুর রহমান রপিন ওরফে হাজী রিপন। সোমবার (২৮ জুন) দুপুর সোয়া ১টায় প্রেস ক্লাবের লিফটে ওঠা নিয়ে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে শরীফ উদ্দিন সবুজ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। এদিকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে হুমকির ঘটনায় পুরো সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
সাধারন ডায়েরিতে সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ উল্লেখ করেন, ক্লাবের ৬ষ্ঠ তলা থেকে লিফটে এসে পঞ্চমতলায় থামে শহরের সন্ত্রাসী হিসেবে পরিচিত হাজী রিপন। আমি লিফটে উঠে তৃতীয় তলায় থামি। এখান থেকে আমার দুইজন বন্ধু লিফটে উঠে। তারা লিফটে উঠতে ৭ থেকে ১০ সেকেন্ড দেরি হয়।
এ নিয়ে হাজী রিপন ও তার সঙ্গে থাকা অপর ব্যক্তি উত্তেজিত হয়ে উঠে। হাজী রিপন আমাকে বলে ‘আমি মিনিস্টার হয়ে গেছি কি না, দেখিয়ে দেব’ এ ধরনের কথা বলতে বলতে নিচে নামেন। নিচে লিফট থামলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ম্যানেজার শাহ আলমকে দেখতে পাই। এ সময় হাজী রিপন হৈ চৈ করতে থাকলে ম্যানেজার শাহ আলম প্রতিবাদ করলে রিপন তার সঙ্গেও উত্তেজিত হয়ে উঠে।