[ম্যাক নিউজ ডেস্ক]

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে ১ জুলাই থেকে। এ সময় সারাদেশে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, অবসরপ্রাপ্তদের পেনশন, করোনার অনুদান, রাজস্ব আদায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের টাকা ও উন্নয়নের বিল ছাড় করতে কিছু বিভাগ চালু রাখবে অর্থ মন্ত্রণালয় বিভাগ।

বুধবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, অবসরভোগীদের পেনশন ও করোনা দুর্গতসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের অনুদান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী চলমান রাখার স্বার্থে প্রয়োজনীয় ন্যূনতম জনবল উপস্থিতি নিশ্চিতসহ সীমিত আকারে অফিস খোলা রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

এদিকে, বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক।

সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া বিধিনিষেধে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *