ম্যাক নিউজ রিপোর্টঃ-কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ১ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে রেকর্ড ৭০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ম্যাক নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৭০১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২২৮ জন, আদর্শ সদরের ৭, সদর দক্ষিণের ৭, বুড়িচংয়ের ৫২ ও ব্রাহ্মণপাড়া উপজেলার ৩৩ জন রয়েছেন।

এছাড়া চান্দিনা উপজেলার ২৮ জন, চৌদ্দগ্রামের ৪৭, দেবিদ্বারের ১২, দাউদকান্দির ৫, লাকসামের ৪৬, লালমাইয়ের ২৩, নাঙ্গলকোটের ৩৩, বরুড়ার ৬১, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ৪৪, মেঘনার ৯, তিতাসের ৪ ও হোমনা উপজেলার ২৫ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ২৮ থেকে ৮০ বছরের মধ্যে। এদের মধ্যে সিটি করপোরেশনের ৫ জন, নাঙ্গলকোটের ২ জন, মনোহরগঞ্জের ২ জন, চান্দিনা, লালমাই, মুরাগনগর, তিতাস, বুড়িচং, বরুড়ার একজন করে মারা গেছেন। যার মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ২৩ হাজার ৮৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৬৬২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *