[ম্যাক নিউজ ডেস্ক]
চিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে আজ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে তুলবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতে তুলে তাদের ৫ দিন করে রিমান্ড চাইবে সিআইডি।
একই সঙ্গে পরীমণির বিরুদ্ধে করা মামলার আরেক অভিযুক্ত তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকে আদালত তোলা হবে এবং ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ। এছাড়া কথিত মডেল মরিয়ম আক্তার মৌকেও আজ আদালতে তুলবে সিআইডি। তারও ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১টায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার তদন্ত স্বার্থে এই চারজনকে আদালতে তুলে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন করবে সিআইডি। এই চারজনের মামলা সংক্রান্ত বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার বাকি রয়েছে। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আবারও রিমান্ডে আনতে চায় সিআইডি।