[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।]
কুমিল্লার হোমনায় ৯ ইউনিয়নের ১৮ জন গ্রাম পুলিশকে দেয়া হয়েছে সাইকেল উপহার। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে গ্রাম পুলিশদের মাঝে এ বাইসাইকেল দেয়া হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, জেলা ফেসিলেটেটর রিপন আচার্য, ইউপিডিএফ খালিদ মোস্তাফিজ,হোমনার সহকারী কমিশনার মিজানুর রহমান, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শওকত ওসমান বলেন,বাইসাইকেলের মাধ্যমে গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। তারা দ্রুত ইউনিয়ন পরিষদের সব তথ্য গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারবে।
বাইসাইকেল পেয়ে ঘাড়মোড়া ইউনিয়নের গ্রাম পুলিশ গণি মিয়া বলেন,সাইকেলে চড়ে আমরা দ্রুত জনগণকে সেবা দিতে পারব। আমাদের সাইকেল দেয়ায় স্থানীয় সরকার বিভাগকে ধন্যবাদ জানাই।