[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।]
কুমিল্লায় ট্রাক ভর্তি ৬ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। এ সময় ট্রাক ফেলে পালিয়েছে চালক ও তার সহযোগী। শনিবার (১৪ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকা থেকে ৩০০ ঘনফুট সেগুনের গোল কাঠ বোঝাই ট্রাকটি আটক করা হয়।
এদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকতা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশনের সামনে শনিবার সকাল ৭টায় ঢাকামুখী ত্রিপল বাঁধা ট্রাককে থামাতে সংকেত দিলে চালক পালাতে চেষ্টা করে। পরে অন্য একটি গাড়ি দিয়ে ট্রাকটিকে ধাওয়া করলে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় গিয়ে চালক ও তার সহযোগী সেগুনের গোল কাঠ বোঝাই ট্রাক সড়কে রেখে পালিয়ে যায়।
পরে সেগুনের গোল কাঠ বোঝাই ট্রাকটি আটক করে কুমিল্লা বন বিভাগে নিয়ে আসা হয়। এ ঘটনায় বিভাগীয় মামলা করা হয়েছে। এর আগে গত ৮ আগস্ট ৪০০ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়েছে বলে জানান তিনি।