[ম্যাক নিউজ রিপোর্টঃ-শাহ ইমরান, কুমিল্লা।]

বাংলাদেশের ৫০ হাজার সৌদিগামী প্রবাসীকে প্রায় ১শত ২৫ কোটি টাকার চেক বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। কুমিল্লাতে সৌদি আরবগামী কর্মীদের কোয়ারান্টাইন খরচ বাবদ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সারে ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর আয়োজনে ১৬ শত ১৬ জন’ পরিবারের সদস্য হাতে চেক বিতরণ করা কার্যক্রম শুরু হয়।

যারা এই সহযোগিতা থেকে বাদ পরেছে ৩০ই আগস্ট পর্যন্ত এ আবেদন করতে পাতবেন। যারা বাদ পরেছে পর্যায়ক্রমে তাদেরকেও যাচাই-বাছাই করে চেক বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের অর্থ কল্যান যুগ্ম-সচিব ও পরিচালক শোয়াইব আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহদাত হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থন ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, নির্বাহি ম্যাজিস্ট্রেট তানজিয়া আঞ্জুমান সোহানিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *