[ম্যাক নিউজ রিপোর্টঃ- দাউদকান্দি প্রতিনিধি।]

কৃমিল্লায় অর্ধকোটি টাকা মূল্যমানের ১শ কেজি( আড়াইমণ) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। বুধবার ( ২৫ আগষ্ট) সকাল ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা কর হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত রাশ প্রাইভেট জব্দ করে দাউদকান্দি পুলিশ ।

আটকৃত হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চোয়ারা গ্রামের এখলাস মিয়ার ছেলে নুরে আলম (২৫) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সুস্বাদ গ্রামের আবু হাশেমের ছেলে নুর হোসেন (২৪)

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানা পুলিশ সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ জুয়েল রানা বলেন, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার) স্যারের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত গাজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, এই বিপুল পরিমাণ গাজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত মূল হোতাদেরও ধরা হবে এবং আইনের আশ্রয়ে নিয়ে আসা হবে। পাশাপাশি আমাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *