[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।।]
কুমিল্লার শাহপুর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা ৩৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে। বুধবার (২৫ আগষ্ট) রাত ১০টায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের দক্ষিণপাড়া দর্জি বাড়ীর থেকে মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আবুল হোসেন (৪৫)নামের একজনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার ইন্সপেক্টর মাহবুবুল আলম ভূঞাঁ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের এসআই রূপন কান্তি পালসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।