[ম্যাক নিউজ রিপোর্টঃ-নিজস্ব প্রতিবেদক।]

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজামেহার বাজারের ভূইয়া ফার্মেসী ও প্রেসক্রিপশন পয়েন্টের মালিক মোঃ সুমন ভূইয়ার শিক্ষাগত যোগ্যতা না থাকার পরেও দীর্ঘদিন যাবৎ নিজের নামের পাশে ডাক্তার ব্যবহার করে আসছে।

এমনকি ডাক্তার নামীয় তার প্রেসক্রিপশন প্যাডে নিজের নামে ডাক্তার ব্যবহার করার পাশাপাশি ডি,এম,এ এবং এক্স-পি-টি। আরো মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত উল্লেখ করে সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে আসতেছে। সাধারণ জনগণ দীর্ঘদিন যাবৎ ভোগান্তির পরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আহমেদ কবির এর বরাবর অভিযোগের পর।

গত ০২-০৯-২০২১ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আহমেদ কবির ৪ সদস্যের টিম নিয়ে সরাসরি সরেজমিনে এসে সুমন ভূইয়ার ভূয়া ডাক্তারির অভিযোগের সত্যতা যাচাই করতে আসলে একে একে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। ভূইয়া ফার্মেসী ও প্রেসক্রিপশন পয়েন্টের মালিক সুমন ভূঁইয়ার নিকট তার নামিয় প্রেসক্রিপশন প্যাডে ব্যবহার করা ডি,এম,এ, ও এক্স-পি-টির অর্থ জানতে চাইলে সুমন উত্তর দিতে অক্ষম হন। এমনকি মা ও শিশু প্রশিক্ষণ প্রাপ্তের সার্টিফিকেট দেখতে চাইলে সুমন কোন সদুত্তর দিতে পারেনি।

তাছাড়াও তার শিক্ষাগত যোগ্যতা এবং তার এস,এস,সি, ও এইচ,এস,সি র সার্টিফিকেট দেখতে চাইলে, সার্টিফিকেট দেখাতেও ব্যর্থ হয়। এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ কবির ডাঃ নামধারী সুমন ভূইয়ার নিকট টিভি রোগের উৎস জানতে চাইলে তাও তিনি বলতে পারেন নি। সুমন ভূঁইয়ার ফার্মেসীর সামনে বিপুলসংখ্যক জনগণ জড়ো হওয়ার পর অবস্থা বেগতিক দেখে সুমন ভূঁইয়া সবকিছু অন্যায় বলে মেনে নেয়। এবং উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ কবির সহ সকল জনগণের কাছে ক্ষমা চায়।

তথ্য সংগ্রহের জন্য:—
ডাঃ মোঃ সুমন আহমেদ ভূঁইয়া,পিতা: আ: রব ভূঁইয়া,
মোবাইল নাম্বার:- 01815052545।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ কবির
মোবাইল নাম্বার 01842587456।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *