[ম্যাক নিউজ ডেস্ক]

কুমিল্লা সদরের সুবর্ণপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনার ২৪ঘন্টার ভেতরেই খুনের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত মুল আসামী ভিকটিমের পুত্রবধূ দুবাই প্রবাসী দিদারের স্ত্রী শিউলি, খালাতো ভাই জহির ও তার সহযোগী তুহিন কে গ্রেফতার করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী আগেই খুনিদের বাড়িতে এনে রাখেন পুত্রবধূ শিউলী। ঘটনার সময় গত রবিবার রাত ৮টায় প্রথমে এশার নামাজরত অবস্থায় শাশুড়ী সফুরা বেগমকে হাত পা বেঁধে গলায় ওড়না পেচিয়ে, এরপর শশুর সৈয়দ বিল্লাল হোসেন বাড়িতে এলে তাকেও শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যার বর্ণনা দিয়েছে হত্যাকারী পুত্রবধূ শিউলি সহ জড়িতরা। পরোকিয়া সহ কিছুদিন আগের সাজানো ডাকাতির ঘটনা সহ নানা পরিবারিক বিরোধের জেরেই হত্যাকান্ড।


উল্লেখ্য গত রবিবার মধ্যরাতে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউপির সুবর্ণপুর গ্রামে বৃদ্ধ দম্পতিকে নিজ ঘরে নৃশংস ভাবে হত্যা করা হয়। অজ্ঞাত ডাকাতদল উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রচার করে নিহতদের দুবাই প্রবাসী বড় ছেলের স্ত্রী’ নাজমুন নাহার চৌধুরী শিউলি। জোড়া খুনের ঘটনার পরপরই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্ত শুরু করে জেলা পুলিশ, গোয়েন্দা, সিআইডি, পিবিআইয়ের একাধিক টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *