█▒▒▒ ম্যাক নিউজ ডেস্ক ▒▒▒█


গতকাল ০৬ জানুয়ারি কুমিল্লা জেলায় নতুন করে আরও ২২ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ০৯৯ জনে।
আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ২৬৪ জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন ১১জন,বরড়া০২ জন,চান্দিনা ০৩জন, বুড়িচং০২ জন,চৌদ্দগ্রাম ০১ জন,মনোহরগজ্ন০১ জন,দেবিদ্বার ০১ জন,মেঘনা০১ জন।
আজকের রিপোর্টে ০৮ জন সুস্থ্য দেখানো হয়েছি।আজকের সুস্থ্য কুমিল্লা সিটি কর্পোরেশন ০৮ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৩৭৮জন করোনা রোগী।
গতকাল ০৬জানুয়ারি বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৯ হাজার০৪৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৮ হাজার ৬৭১জনের। এর মধ্যে ৯ হাজার ০৯৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *