[ম্যাক নিউজ রিপোর্টঃ- ম্যাক রানা কুমিল্লা।]

বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে বাজারে চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্য-তেলের মত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তা নিয়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ক্ষুব্ধ।

এ অবস্থায় সরকারের বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এবং চিনির শুল্ক কমানোর অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে।

সোমবার সচিবালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে, বাজারে নিত্য পণ্যের দাম বৃদ্ধির দায় নিতে নারাজ খুচরা বিক্রেতারা । তারা বলছেন, আড়তদারেরা পণ্য মজুদ করছে বলেই দাম বাড়ছে।

মাসখানেক ধরে মাছ বা মাংস খায়নি আনোয়ারের পরিবার।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে বস্তিতে ১০ ফুট বাই ১০ ফুটের ছোট্ট একটি ঘরে তার তিন মেয়েকে নিয়ে থাকেন চাঁদপুরের আনোয়ার।

প্রায় ২০ বছর ধরে দারোয়ানের কাজ করে একাই সংসার চালাচ্ছেন আনোয়ার।

তার দুই ছেলে এক মেয়েই স্কুলে পড়ে, মহামারির কারণে স্কুল এতদিন বন্ধ থাকলেও, নিয়মিত প্রাইভেট পড়ার খরচ যোগাতে হয়েছে তাকে।

ম্যাক নিউজকে তিনি বলছিলেন, এই তিন সদস্যের পরিবারের কোন সদস্যই গত প্রায় মাস খানেক ধরে মাছ বা মাংস খাননি।

তিনি জানিয়েছেন, বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে।

তিনি বলছেন, “আগে দিনে ১০০ টাকা খরচ হলে খাওয়া হয়ে যাইত, এখন সেইটা ২০০ টাকায়ও কুলায় না। মাছ, মাংস ডিম সবজি সব কিছু দামই বাইড়া গেছে। এক দেড় মাসের মত হয় ডিম আর সবজি দিয়াই চালাইতেছি খাওয়া-দাওয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *