[ম্যাক নিউজ ডেস্ক]
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে মো. মাহবুব হোসেন যোগদান করেছেন।
সোমবার (৩ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গতকাল দুদকের সদ্য সাবেক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির এক আদেশ অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে বদলি করা হয়।
মাহবুব হোসেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন।
২০২০ সালে ১০ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে দুদকের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এক বছরের মাথায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।