[ম্যাক নিউজ ডেস্ক]


বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল), খুলনার ২০১৮-১৯ অর্থবছরের বিভিন্ন মালামাল ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

টিম সরেজমিনে রেলওয়ে কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে এবং দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টারের সাথে দেখা করে অভিযোগ সম্পর্কে তার প্রদানকৃত বক্তব্য রেকর্ড করে। তিনি দুদক টিম জানায়, তিনি মোট ২৪৬ টি পর্দাই বুঝে নিয়েছিলেন। প্রথম অডিট পরিচালনার সময় তিনি অন্যত্র দায়িত্ব পালন করছিলেন। ঐ সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা আলমিরাতে রাখা পর্দা অডিট টিমের কাছে উপস্থাপন করেননি বিধায় সেগুলো হিসাবে আসেনি তবে পরবর্তীতি অডিটে সংখ্যা সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। অপর দিকে ১৬ টি ব্র্যান্ডের আলমিরার কেনার কথা থাকলেও ঠিকাদার কর্তৃক নন-ব্র্যান্ডের আলমিরা সরবরাহ করা হয়।

সরঞ্জাম নিয়ন্ত্রক কার্যালয় থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে যার কোনো অনুলিপি তাদের সরবরাহ করা হয়নি বিধায় ঠিকাদার যে আলমারি সরবরাহ করেছেন তিনি তা বুঝে নিয়েছেন।


দুদক টিম সত্য উদঘাটনে জন্য দুটি অডিট প্রতিবেদন ও টেন্ডারে ডকুমেন্ট সংগ্রহ করেছে। টিম তথ্য প্রমাণ বিশ্লেষণপূর্বক সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *