[ম্যাক নিউজ ডেস্ক]
নগরীর দূর্গাপুর থেকে ফেন্সিডিলসহ ২ নারী
কুমিল্লা নগরীর দূর্গাপুর থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
২৯ মার্চ রাতে নগরীর দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব।
আটককৃতরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের চুয়ারা বাজারের আল হেলালের স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম (৩০) এবং বুড়িচংয়ের বাঘশিমুল গ্রামের মোঃ শাহিনের স্ত্রী মোসাঃ নাজমা আক্তার (৩০)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।