[ ম্যাক নিউজ ]
যুগ যুগ ধরেই চলে আসছে সরকার নির্ধারিত পোশাকের উপর সাদা এপ্রোন পরেই নার্সদের ডিউটি। কিন্তু কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, নার্সদের সরকার নির্ধারিত জলপাই কালারের পোষাক ব্যাতীত সাদা এপ্রোন পরিধানে বাধা প্রদান ও অসাধাচরনের অভিযোগ এনে মানববন্দন করে কুমিল্লা জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা।তাদের দাবী সিভিল সার্জন অন্যায়ভাবে অামাদের সুরক্ষা পোষাক সাদা এপ্রোন খোলে ফেলার নির্দেশ দিচ্ছেন এবং সাদা এপ্রোন না খুল্লে তিনি ছবি উঠিয়ে ডিজি অফিসে পাঠাবে বলে হুমকি দেয়।তাদের দাবী অামরাতো সরকার নির্ধারিত পোষাক পরেই,তার উপরে সুরক্ষা হিসেবে সাদা এপ্রোন পরিধান করে আসছি এতে সমস্যার তো কিছু নেই।
এ বিষয়ে হয়রানীর স্বীকার নার্স তানজিলা সুলতানা ও দিলরুবা ইয়াসমিন কান্নাজড়িত কন্ঠে বলেন,সিভিল সার্জন সাদা এপ্রোন না খুল্লে হেড ক্লার্ক অাতিকুল ইসলাম কে দিয়ে ভিডিও করার নির্দেশ দেন।অামি এর সুষ্ঠ বিচার দাবী করছি।সিভিল সার্জন অামাদের অভিভাবক,তিনি যদি আমাদের নিরাপত্তার বিষয়টি না দেখেন তাহলে আমরা কার কাছে যাব।
সিনিয়র নার্স ও শিশু ওয়ার্ডের ইনচার্জ বুলবুলি আক্তার জানান,ডাক্তার গন নির্ধারিত সময়ের পর হাসপাতালে না থাকলে ও নার্সদের রোগীদের কাছাকাছি থাকতে হয় সবসময়।তাই অামাদের নিরাপত্তার স্বার্থে অামরা সরকার নির্ধারিত পোষাক পরিধান করেই, সাদা এপ্রোন পরে থাকি,এতে দুশের কি অাছে।কিন্তু সিভিল সার্জন স্যার অন্যায়ভাবে আমাদের সুরক্ষা পোষাক খুলে ফেলার চেষ্টা করছেন এবং নার্সদের সাথে এ বিষয়টি নিয়ে অসধাচরন করছেন।অামরা এই অন্যায় সিদ্বানের প্রতিবাদ জানাচ্ছি এবং অামাদের সাথে খারাপ ব্যবহারের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান,যেহেতু অামি অভিযুক্ত অামি অার কি বলব। অামি কেবল সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করছি।সরকারী আদেশের বাস্তবায়ন করতে বলা যদি আমার অপরাধ হয়,তাহলে আমি অপরাধী। কিন্তু সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমি বাদ্য।অামি কোন অসদাচরণ কখনো করি নাই এটা তাদের মিথ্যা প্রপাগন্ডা