[ ম্যাক নিউজ ]
পাবনা রোববার, ১০ জানুয়ারী ২০২১: “জনৈক শিল্পপতির নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে
পাবনায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত” শিরোনামে
খবর প্রকাশ করায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে গুমের হুমকি দিয়েছে আদনান
নামের এক যুবক। এর প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা
শাখা প্রতিবাদ সভার আয়োজন করে। আজ রোববার দুপুরে বিএমএসএফ’র পাবনা জেলা শাখা কার্যালয়ে জেলার সভাপতি ডাঃ আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য
রাখেন সিনিয়র সহ সভাপতি আলোকিত সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান
পান্নু, যুগ্ন সম্পাদক তৃতীয়মাত্রার ভাঙ্গুরা উপজেলা প্রতিনিধি প্রভাষক
গিয়াস উদ্দিন, দৈনিক বাংলাদেশের খবর ভাঙ্গুড়া প্রতিনিধি প্রিন্সিপাল
মোহাম্মদ আবুল হাসান সিদ্দিকি হেলাল, দৈনিক নবচেতনা চাটমোহর
প্রতিনিধি শেখ মোঃ সালাউদ্দিন ফিরোজ, দৈনিক আলোকিত বাংলাদেশ বেড়া উপজেলা
প্রতিনিধি মোঃ উজ্জল হোসাইন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আর কে আকাশ,
জিটিভি’র ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি নাসিম আহম্মেদ, আনন্দ টিভির ঈশ্বরদী
প্রতিনিধি বায়েজিদ বোস্তামি, জেলার ধর্মীয় সম্পাদক মাওলানা আব্দুল
মালেক, চ্যানেল টি ওয়ান জেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসাইন, দৈনিক
অগ্নিশিখার নিজস্ব সংবাদদাতা রাজিব জোয়াদ্দার, দৈনিক আলোকিত সকাল বেড়া
উপজেলা প্রতিনিধি হৃদয় হোসাইন।
আরো উপস্থিত ছিলেন সাব এডিটর দৈনিক অন্য
দিগন্ত ও প্রকাশক অপরাধ বিচিত্র এন.এ জুয়েল চৌধুরী সানি, দৈনিক খোলা কাগজ
ও স্থাণীয় দৈনিক সিনসা ভাঙ্গুড়া প্রতিনিধি মোঃ মানিক হোসেন, সকালের সময়ের
উপজেলা প্রতিনিধি আব্দুস সাত্তার প্রমূখ।
এদিকে বিএমএসএফ কেন্দ্রীয়
কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর ভিডিও কনফারেন্সে উপস্থিত
সাংবাদিকদের জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি, হামলা, মামলার বিষয়ে
বিএমএসএফ সাংবাদিকদের সাথে সব সময় আছে। সাংবাদিকদের স্বার্থে বিএমএসএফ
১৪ দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ
করে যাচ্ছে আমাদের সংগঠন। বিএমএসএফর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পাবনা
জেলা কমিটির সাধারণ সম্পাদক মোবারক বিশ্বাসকে গুম করার হুমকির বিষয়ে
উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বলেন, আমাদের সংগঠনের কোন সদস্যের বিরুদ্ধে
কেউ কোন ষড়যন্ত্র করলে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে। প্রয়োজনে দেশব্যাপী
কঠোর কর্মসুচী ঘোষনার কথাও জানান। তিনি আরো বলেন, সংবাদ মাধ্যম রাষ্ট্রের
চতুর্থ স্তম্ভ। এদেশে সাংবাদিক হামলার শিকার হলে যে আইনে বিচার হয়, একজন
খেটে খাওয়া মানুষ হামলার শিকার হলে একই আইনে বিচার করা হয়। অথচ একজন
সরকারী কর্মচারী যদি হামলার শিকার হয়, তাহলে সরকারী কাজে বাধাদানের মামলা
নেওয়া হয়। সাংবাদিকগণ জাতির বিবেক। তারা জীবনের ঝুকি নিয়ে রাতদিন দেশ ও
জনগণের জন্য কাজ করে যাচ্ছে। অথচ তারা হামলার শিকার হলে সাধারণ মানুষের
মত একই আইনে বিচার পায়। তাই তিনি সাংবাদিক সুরক্ষার জন্য বিশেষ আইন তৈরী
করতে সরকারের কাছে জোর দাবী জানান। এ ছাড়া হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার
করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার
সম্পাদক জেলা কমিটির সাধারণ সম্পাদক, এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি
ও দৈনিক খবরপত্রের নিজস্ব সংবাদদাতা এবং সিএনএন বিডি’র বিশেষ প্রতিনিধি
মোঃ মোবারক বিশ্বাসকে গুম করার হুমকি দেওয়া হয়। হৃদয় নামের এক
সাংবাদিকের ফেসবুক ম্যাসেঞ্জারে গত শুক্রবার আদনান নামে এক যুবক হুমকি
প্রদান করেন। ম্যাসেঞ্জারে উল্ল্যেখ করা হয় “স্কয়ারের বিরুদ্ধে লেগো না
আল্লাহর কসম গায়েব হয়ে যাবা” তোমার মোবারক বিশ্বাসকে আমরা পাবনায় একদিন
রাখব না ইনশাল্লাহ কথা দিলাম মিলায়ে রাখিও। এমন হুমকি দেওয়ার পর পাবনায়
গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়ে। হুমকির পর থেকে মোবারক
বিশ্বাস নিরাপত্তাহীনতায় রয়েছেন।