[ম্যাক নিউজ রিপোর্ট:-মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি]
কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত হোসেন (১) নামের শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করলেন মা। মৃত আরাফাত হোসেন উপজেলার কাশিনগর ইউনিয়নের বারিয়া গ্রামের রুকসানা আক্তারের পুত্র। রুকসানা একই গ্রামের আমান উল্লাহ আমানের মেয়ে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রুকসানা আক্তার নিজ বাড়ীতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটান।
স্থানীয়রা জানান, বাড়ীর আশেপাশের লোকজন পুকুরে মৃত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে।
রুকসানার পিতা আমান উল্লাহ জানান, আমার মেয়ের স্বামীর নাম মো: ইব্রাহীম, বাড়ী বরিশাল। ২ বছর আগে তার বিয়ে হয়। আমার মেয়ে মানসিক বিকারগ্রস্ত। বিয়ে দেয়ার কিছুদিন পর সে স্বামীর বাড়ী থেকে চলে আসে। তাকে দীর্ঘদিন মানসিক চিকিৎসা করিয়েছি, সুস্থ হয়নি। আগেও কয়েকটি দূর্ঘটনা ঘটিয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভ রঞ্জন চাকমা জানান, “ঘটনা জানার পর পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য মা রুকসানা আক্তারেকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে”।