[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি।।]

সভাপতি গোলাম কিবরিয়া, সম্পাদক খোকন চৌধুরী, আকাইদ-সাংগঠনিক সম্পাদক

কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি নামের সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
এতে সভাপতি গোলাম কিবরিয়া (আরটিভি) ও রফিকুল ইসলাম চৌধুরী খোকন (যমুনা টেলিভিশন) কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এম. ফিরোজ (দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক – অধ্যাপক জালাল উদ্দিন, (এনটিভি), সাংগঠনিক সম্পাদক – দেলোয়ার হোসাইন আকাইদ (এশিয়ান টিভি/ আজকের পত্রিকা ), অর্থ সম্পাদক – রাবেয়া আক্তার (বাংলাদেশের টেলিভিশন-বিটিভি), দপ্তর সম্পাদক – মাহফুজ নান্টু (নিউজ বাংলা)।
নির্বাহী সদস্য – মোতাহের হোসেন মাহবুব (দৈনিক শিরোনাম), মাহবুব আলম বাবু (আওয়ার টাইম), আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি)।
সাধারণ সদস্যরা হলেন, সায়িদ মাহমুদ পারভেজ (বাংলাভিশন, আমাদের সময়), তবারক উল্লাহ কায়েস (দৈনিক যুগান্তর), বাহার রায়হান (সময় টিভি), সেলিম রেজা মুন্সি (গাজী টেলিভিশন) আনোয়ার হোসেন (বৈশাখী টেলিভিশন), হুমায়ুন কবির জীবন (নিউজ 24), তানভির দিপু (ইনডিপেনডেন্ট টেলিভিশন), শাকিল মোল্লা (দীপ্ত টেলিভিশন), জহিরুল হক বাবু (দৈনিক আমাদের কুমিল্লা), অমিত মজুমদার (জাগো কুমিল্লা), হাজী দেলোয়ার (দৈনিক রূপসী বাংলা)।
নবগঠিত কমিটি আগামি ২বছর তাদের দায়িত্ব পালন করবেন।
এছাড়াও পর্যাক্রমে নতুন সদস্যপদ অন্তর্ভুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *