[ম্যাক নিউজ রিপোর্ট:- জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রতিনিধি]
বাংলাদেশ রেলওয়ে কমলাপুর রেলস্টেশন প্লাটফর্মের ১ ২ ও ৩ প্রকল্পের কাজ ভাগিয়ে নিতে চট্টগ্রামের মেসার্স তাসনিম এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি টেন্ডারে অংশ নিয়ে ভুয়া কাগজ পত্র সৃজন করেছে।
খোজ নিয়ে জানা যায়, সিই (পূর্ব) ই-জিপি (৬৪৭২৯৪) নম্বর টেন্ডারে মেসার্স তাসনিম এন্টারপ্রাইজ মিথ্যা সনদ প্রদান করায় প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে পিপিআর ২০০৮ এর বিধি ১২৭ অনুসারে ব্যবস্থা নিতে মহাপরিচালক এর কার্যালয় সংগ্রহ থেকে পূর্ব রেলের জিএম ও প্রধান প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
জানা যায়, মেসার্স তাসনিম এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন সম্প্রতি কমলাপুর রেলস্টেশন প্লাটফর্মের কাজের জন্য দরপত্র জমা দেয়, দরপত্র অনুযায়ী কাজ ভাগিয়ে নিতে বিভিন্ন তদবিরও করে। কিন্তু সে কাজের কাগজপত্র ভুয়া। অর্থাৎ এই প্রতিষ্ঠান জালিয়াতির আশ্রয় নিয়ে দরপত্র জমা দিয়েছে।
জাকির হোসেনের এই জাল-জালিয়াতির বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে এলে গত ২৬ জুলাই নোটিশের মাধ্যমে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।