[ম্যাক নিউজ ডেস্ক]

ঢাকা মেডিকেল কলেজের কর্মচারী আলী, রাজিবসহ অন্যান্যদের বিরুদ্ধে বর্হিবিভাগে আগত হাজার হাজার রোগীদের মধ্য থেকে দ্রুত কাজ করে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগ সংক্রান্তে আজ দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকারের নেতৃত্বে ও মোহাম্মদ নুর আলম সিদ্দিকী সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেনন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে বহির্বিভাগে পর্যবেক্ষণকালীন দেখতে পায়, আগত রোগীদের নিকট হতে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে কতিপয় ব্যক্তি অবৈধ সুবিধা নিচ্ছে। পরবর্তীতে অভিযোগের বিষয়ে অত্র মেডিকেল কলেজের পরিচালক ও উপ-পরিচালক মহোদয়ের সাথে আলোচনা করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে অভিযোগে উল্লিখিত আলী নামের ব্যক্তি অত্র মেডিকেল কলেজ ও হাসপাতালের কেউ নন। তবে আলী নামের এক দালাল বর্হিবিভাগে এরকম অবৈধ কাজ করেন মর্মে জানা যায়। অভিযানকালে তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযোগে উল্লিখিত অপর ব্যক্তি রাজিব এর ডিউটি সান্ধ্যকালীন থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অভিযানকালে অভিযোগের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং

উপপরিচালক মহোদয়ের নিকট বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরা হয় এবং অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়। এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযানকালে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে টিম শীঘ্রই কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *