[ম্যাক নিউজ রিপোর্টেঃ-আবু সুফিয়ান রাসেল কুমিল্লা]


প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও বহু জনপ্রিয় গানের স্রষ্টা শচীন দেববর্মণ স্মরণে কুমিল্লায় তিন দিনব্যাপী শচীন মেলা শুরু হয়েছে। শচীন দেববর্মণের ৪৮তম প্রয়াণ দিবসে এ মেলার আয়োজন করা হয়। শনিবার দুপুরে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শোভাযাত্রা, এরপর আলোচনা সভা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর দক্ষিণ চর্থায় শচীন দেববর্মণের বাড়ির প্রাঙ্গণে এ মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। শচীন কর্তার বিষয়ে আলোচনা করেন লেখক ও গবেষক শান্তি রঞ্জন ভৌমিক, নারী নেত্রী পাপড়ি বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শচীনকর্তা রবীন্দ্রনাথ যুগে একটি ভিন্ন ধারা তৈরি করেছেন। তার গাওয়া লোকগীতি আজও মানুষের মুখেমুখে।
তিনি টাক ডুম টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল…….
রঙিলা রঙিলা রঙিলা রে……… কে যাস রে ভটির গাঙ বাইয়া…. এসব গানের জন্য মানুষের মাঝে বেঁচে থাকবেন।

প্রসঙ্গত, শচীন দেববর্মণ ১৯০৬ পহেলা অক্টোবর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। ৩১ অক্টোবর ১৯৭৫ ভারতে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *