[ম্যাক নিউজ রিপোর্টঃ-বুড়িচং প্রতিনিধি।।]

কুমিল্লার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ২ নম্বর ওয়ার্ডে ফাতেমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে উল্লেখ করেন, ফাতেমা বেগমের স্বামী বিদেশ থাকার কারনে ওই এলাকার রুহুল আমীন, নাজির আহাম্মদ, রফিকুল ইসলাম, শামসু, নাজমা আক্তার, সহিদুল ইসলাম জোর পূর্বক ফাতেমা আক্তারের সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছে।

শনিবার সকালে ফাতেমা বেগম বাড়ীর পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন ফাতেমা বেগমকে পিটিয়ে আহত করে। এছাড়া কাপড় ছিড়ে শ্লীলতাহানী করেন তারা। বর্তমানে ফাতেমা বেগম বুড়িচং সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ফাতেমা বেগম ৬জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে বিষয়টি নিস্পত্তির জন্য এলাকাবাসী ও গন্যমন্য ব্যাক্তিরা চেষ্টা চালায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোটিশ করলেও হামলাকারীরা হাজির হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *