[ম্যাক নিউজ রিপোর্টেঃ-কুমিল্লা প্রতিনিধি।।]
কুমিল্লায় ১১ কেজি গাঁজাসহ মোঃ সুমন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ০৭ নভেম্বর সোমবার সকালে কুমিল্লা জেলার বুড়িচং থানার নাজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতার সুমন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার টিক্কারচর গ্রামের নূর আলম এর ছেলে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাবের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।
তিনি জানান-গ্রেফতার সুমন দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।