[ম্যাক নিউজ ডেস্ক]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উন্নত জীবন যাপনের জন্য পরিকল্পিত নগরায়ন প্রয়োজন৷ নিরাপদ ও মানসম্পন্ন আবাসন ব্যবস্থা আধুনিক জীবনযাত্রার অন্যতম উপাদান৷
আজ বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন৷
মন্ত্রী বলেন, আবাসন এক ধরনের হিউম্যান রাইটস (মানবাধিকার)৷ একই সঙ্গে শপিং মল, স্কুল, হাসপাতাল, মসজিদ ও রাস্তা সবই দরকার। আবাসিক এলাকার কাছাকাছি সব কিছু থাকলে যান বাহনের ব্যবহার কমবে৷ আমাদের পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হতে হবে৷ সবকিছু মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে।
তিনি জানান, আবাসন খাতসহ সকল খাতের সমন্বয়ে আমাদের উন্নয়ন হচ্ছে৷ পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের সুবিধা জনসাধারণ পেতে শুরু করেছে৷ ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন৷
প্রধান অতিথি আরও বলেন, ড্যাপ (ডিটেইলড এরিয়া প্লান)- এর মাধ্যমে আবাসন খাতেকে সহায়তা করার ব্যবস্থা করতে হবে৷ ড্যাপ প্রণয়ন করা হয়েছে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য৷ তিনি আরো জানান বাসযোগ্য ও নান্দনিক ঢাকা তৈরীর জন্য ড্যাপ বাস্তবায়ন জরুরী৷
অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগির শামসুল আল আমীন (কাজল) বলেন, ৪০ লাখ মানুষ আবাসন খাতের সঙ্গে জড়িত। সবার জন্য আবাসন খাততে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান৷ এছাড়াও অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যানসহ আবাসন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ- এই স্লোগানকে সামনে এবার রিহ্যাব মেলা অনুষ্ঠিত হচ্ছে৷ ২০০১ সালে প্রথমবারের মতো ঢাকায় রিহ্যাব হাউজিং মেলা শুরু হয়। আয়োজকেরা জানান, এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে।