[ম্যাক নিউজ রিপোর্টেঃ-নিজস্ব প্রতিবেদক।]


গাজীপুরে প্রাইভেটকারে বহনের সময় ১০০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকালে র‌্যাব-১ এর পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মঙ্গলবার দুপুরে মহানগরের সদর থানাধীন হাড়িনাল (কাঁচা বাজার) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লার দেবিদ্বার উপজেলার

আব্দুল মতিনের ছেলে রবিউল মিয়া (২৪), একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঝনু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০) এবং মৃত আব্দুল জলিলের ছেলে ইয়াছিন মিয়া (১৯) এবং আকরাম আলীর ছেলে আইয়ুব আলী (২৫)।

এদের মধ্যে রবিউল ‘মাদক ব্যবসায়ী’, অন্য দুজন ‘মাদক বহনকারী’ বলে জানিয়েছে র‌্যাব।
এএসপি নোমান আহমদ জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকারে মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর থানাধীন হাড়িনাল (কাঁচা বাজার) এলাকার তাজ জেনারেল স্টোরের সামনে সড়কে চেকপোস্ট বসায় র‌্যাব।পরে একটি সন্দেহজনক প্রাইভেটকার চেক করে ১০০ কেজি গাঁজা, নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার ও প্রাইভেটকারটি জব্দ করে র‌্যাব।

Exif_JPEG_420


গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাতে এক মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে থানায় সোপর্দ করেছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *