[ম্যাক নিউজ রিপোর্টে:- কুমিল্লা প্রতিনিধি]

এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এ বছর ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৭ হাজার ৯০৭ জন।
এবারে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এবার পাসের হার কমেছে ৬.৭৭ শতাংশ।
গতবছর বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আইসিটি বাদে সব বিষয়ের ওপরই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইসিটির নম্বর যুক্ত হয় ম্যাপিংয়ের মাধ্যমে।
এদিকে এবছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *