[ ম্যাক রানা ]
কুমিল্লার বরুড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান ৩০ জানুয়ারি নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন উপজেলা চেয়ারম্যান এ এন এম মঈনুলের নির্দেশে।
২৭ জানুয়ারি বরুড়া বাজার তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
তিনি বলেন ‘আমি কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগের সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে নিয়ে দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের সাথে জড়িত আছি। আমি পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করেছি, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী। তার রাজনৈতিক দিক নির্দেশনাই আমার পথ চলা।