[ম্যাক নিউজ রিপোর্টে:- নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লায় পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিবে আটক করেছে র্যাব। ১৭ মার্চ শুক্রবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নারায়নগঞ্জ জেলার সদর থানার সৈয়দপুর আমিন নগর গ্রামের মোঃ ছাদেক আলী এর ছেলে মনির হোসেন (৩০)।
পৃথক অন্য আরেকটি অভিযানে শুক্রবার রাতে জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সমসপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (২০),একই থানার গিত্তাশাল গ্রামের মৃত সেলিমের ছেলে শাহ আলম সজিব ওরফে আরিয়ান (২০); এবং রফিক মিয়ার ছেলে ইমরান হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও করে বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।