[ম্যাক রানা কুমিল্লা]

গত ২৩ই এপ্রিল কুমিল্লা মনোহরগঞ্জ থানার মড়হ এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ থানা পুলিশ নারায়নগঞ্জ জেলার শিমরাইল এলাকা তাদেরকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।

উদ্ধার হওয়া কিশোরা হলেন মনোহরগঞ্জ থানার মড়হ গ্রামের মোঃ মঈন উদ্দিনের মেয়ে মোসাঃ মারজানা আক্তার মিলি (১২) ও মোঃ শাহ আলমের মেয়ে মোসাঃ সুইটি আক্তার (১১)।

পুলিশ জানায়, ২৩ তারিখে মারজানা আক্তার মিলি ও সুইটি আক্তার নিখোঁজ হওয়ার পর ২৪ তারিখ মিলির বাবা মনোহরগঞ্জ থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা শুরু করেন।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে মনোহরগঞ্জ থানার লক্ষনপুর সিএনজি স্ট্যান্ড হতে এক ব্যক্তি নিখোঁজ মেয়েদের নিয়ে গেছে। তখন থানা পুলিশের দলটি সে ব্যক্তিকে চিহ্নিত করে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মনোহরগঞ্জ থানার মান্দুয়ারা গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো: আলমগীর হোসেন।

আটকের পর আলমগীরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারের উদ্দেশ্যে মোসাঃ মারজানা আক্তার মিলি ও মোসাঃ সুইটি আক্তারকে নারায়নগঞ্জ নিয়ে গেছে। পরবর্তীতে মনোহরগঞ্জ থানা পুলিশ নারায়নগঞ্জ জেলার শিমরাইল এলাকা থেকে ভিকটিম মোসাঃ মারজানা আক্তার মিলি ও মোসাঃ সুইটি আক্তারকে উদ্ধার করে।

এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান সময় সংবাদকে জানান গ্রেফতারকৃত আসামী একজন সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়। বিস্তারিত তদন্ত অব্যাহত আছে। এসংক্রান্তে মোঃ মঈন উদ্দিন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে মনোহরগঞ্জ থানায় মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *