[ম্যাক নিউজ রিপোর্টে:- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যাকান্ডে বোরকা পরিহিত তিনজনের মধ্যে একজন হত্যাকারি দেলোয়ার হোসেন দেলু সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা নগরের শাকতলায় র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লা নগরের শাকতলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যায় অংশ নেয়া হত্যাকারী দেলোয়ার ,আরিফ ,কালামনির বোরকা পরা তিনজন গুলি করে পালিয়ে যান।
|গত ৬মে চট্টগ্রাম ও ঢাকা থেকে ওই মামলার এজহারভুক্ত ৩আসামীকে গ্রেপ্তার করে র্যাব। আগের গ্রেপ্তারকৃতদের তথ্য ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯মে ঢাকার যাত্রীবাড়ি থেকে হত্যাকারি দেলোয়ার ও তিতাস থেকে আসামীদের পালিয়ে যেতে সাহায্যকারি দুইজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন দাউদকান্দির চর চারুয়া গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৩১), আসামিদের পালিয়ে যেতে সাহায্যকারি তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের মো. সহিদুল ইসলাম সাদ্দাম (৩৩) ।
গ্রেপ্তারকৃত দেলোয়ারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা আছে। কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় এ পর্যন্ত ৮জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। র্যাবের দাবি,এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে যুবলীগনেতা জামাল হোসেন হত্যাকাণ্ড ঘটানো হয়।