[ম্যাক নিউজ রিপোর্টে:- নিজস্ব প্রতিবেদক]
কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে বিকালে কুমিল্লা সদরের বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে
র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত নারীরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার শুরপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার মেয়ে কাজলী বেগম (৪৫) এবং একই উপজেলার দারিয়াপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে নারগিস আক্তার (২৫)।
পৃথক অন্য আরেকটি অভিযানে ১২ মে বিকালে সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের মৃত. খোরশেদ আলমের ছেলে মোঃ জহির আলম (২৪) এবং একই গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ আরাফাত হোসেন রিফাত (২১)।
শনিবার (১৩ মে) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত নারীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃত পুরুষদের রিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।