[ম্যাক নিউজ ডেক্স ]

রাজধানীতে ফেনসিডিল বিক্রির অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৫) ও আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৪ মে) দিবাগত রাতে মিরপুর মডেল থানার নিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বার আছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবিদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবেই। তিনি চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে।

পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর গতকালও ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতরে করে ফেনসিডিল আনেন। গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *