হালিম সৈকত, কুমিল্লা।।
তিতাসে বন্ধু ফাউন্ডশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

১৮ ডিসেম্বর বিকাল ৩ টায় জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে ২৩০ জন মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তিশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ মহসীন মিয়া, ইউসিবি ব্যাংকের জিঞ্জিরা শাখার ক্যাশ অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপদেষ্টা আফজাল হোসেন খোকন, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, সিনিয়র সহ সভাপতি ফয়সাল সরকার জুয়েল ও সাধারণ সম্পাদক আলী আহমেদ প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, আজকে হয়ত আমাদের সামর্থ সীমিত । আগামীতে সেটা আরও বড় পরিসরে হবে। সংগঠনটি ঘোষণা করেন, কোন মেয়ের বিয়ে দিতে কারো যদি কোন সমস্যা হয়, অর্থের জন্য বিয়ে দিতে পারছেন না। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করব। টাকার অভাবে কেউ যদি চিকিৎসা সমস্যায় পরেন, আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব ব্যয়ভার বহন করতে।
উল্লেখ্য “বন্ধুত্ব হোক মানবতার কল্যাণে” এই শ্লোগানকে বুকে ধারণ করে বন্ধু ফাউন্ডেশন যাত্রা শুরু করে সেই ২০১০ সালে। প্রতিষ্ঠার শুরু থেকেই মানবতার কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। এলাকার সাধারণ মানুষের কাছে একটি জনপ্রিয় নাম “বন্ধু ফাউন্ডেশন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *