[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]


নতুন করে কোন ধরনের করারোপ না করেই কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, ডাস্টবিন, ফুটপাত, খাল খনন, হাট-বাজার, ঈদগাহ, মসজিদ, কবরস্থান, মন্দির, স্কুল, কলেজসহ অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বাস্তবায়নের রূপরেখাকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরে ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করেছেন তিনি। যা কুসিকের বিদায়ী সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ঘোষিত শেষ বাজেট (২০২২-২০২৩) এর দ্বিগুণ। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ছিল ৩৭৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৮৬০.৬৯ টাকা।
বুধবার (৫ জুলাই) সকালে নগরভবনের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

এবারের বাজেটে নতুন কোন কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান পরিষদ ও সকল কর্মকর্তা-কর্মচারী তাদের যথাসাধ্য প্রচেষ্টা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক জীবনের কাঙ্খিত উন্নয়ন অর্জন সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন জেলা পি‌পি ও মহানগর আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি এড জ‌হিরুল ইসলাম সে‌লিম,প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি,মঞ্জুর কাদের মনি ও কাউছারা বেগম,প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান,হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল ওয়াদুদ, হিসাব রক্ষক নূরনবী আজাদসহ সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা,নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বাজেট ঘোষণাকালে মেয়র জানান, বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৩৮ কোটি ৫৪ লাখ ৭২ হাজার ৫শ’ ৭২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৭৩৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার৩৪২ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮১ কোটি ৪২ লাখ ১৩ হাজার ২৩০ টাকা।বা‌জে‌টে উন্নয়ন খাতে স‌র্বোচ্চ ব‌্যায় ধরা হ‌য়ে‌ছে প্রায় ৫শ কো‌টি টাকা।

এবারের বাজেটে রাস্তাঘাট,ড্রেইন,ফুটপাতসহ অবকাঠামো উন্নয়ন খাতে এক হাজার পাচঁশত আটত্রিশ কোটি দশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এছাড়াও আলেখাচর বাসটার্মিনাল নির্মাণ,পানি নিস্কাসন ও জলবদ্ধতা নিরসন, নগরভবন নির্মাণ,২৭টি ওয়ার্ডে ৫ হাজারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সড়কবাতি সংযুক্ত,পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে পার্ক বিনোদন ব্যবস্থা নতুনমাত্রায় টেকসই ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মাণ কাজের গুনগত মান রক্ষায় সকল প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।।

এ সময় মেয়র আরো জানান, নগরের যানজট ও জলাবদ্ধতা নিরসন করা হবে। ইতিমধ্যে যানজট নিরসনে শহরে অটোরিক্সা চলাচল করতে পারবেনা। দুসিট বিশিষ্ট মিশুক রিক্সা,সিএনজি ও পায়ে চালিত রিক্সা চলাচল করবে। নগরের প্রধাস সড়কের দুপাশে ফুটপাত নির্মাণসহ রাস্তা প্রশস্তকরণ কাজ চলছে। সিটি কর্পোরেশন থেকে কমিউনিটি পুলিশ নিয়োগ করে দেয়া হয়েছে। বাড়ি নির্মানে অনুমোদনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে বলেও জানান।যানজট নিরসনসহ নগরের উন্নয়ন কাজ বাস্তবায়নে নগর বাসির সহযোগিতা কামনা করেন।

বাজেট ঘোষণার পর মেয়র আরফানুল হক রিফাত সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,একবছর খুব বেশি সময় না। জলাবদ্ধতা ও যানজট নিরসনে খুব অল্পসময়ের মধ্যে আপনাদের আমরা একটি ভালো রেজাল্ট দিব। ওয়ার্ড কাউন্সিলরদের নিরন্তর চেষ্টা ও নগরীর সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় কুমিল্লা সিটিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইনশাল্লাহ, সামনের দিনগুলোতে কুমিল্লা নগরী একটি আধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *