[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]

অদ্য ২১/০৭/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৫:৪০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি টিম কোতয়ালী মডেল থানাধীন দুর্গাপুর এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্ট পরিচালনাকালে ঢাকা মেট্রো-ড-১৪-৩৭৪৮ রেজিঃ নাম্বারের হলুদ/নীল রংয়ের ছোট কাভার্ডভ্যান গাড়ী সন্দেহ জনকভাবে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত গাড়ীটি আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে কাভার্ডভ্যান গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে চালকের পাশের সিটের নিচে পাদানীতে একটি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক গাড়ীর ড্রাইভার এবং তার সহযোগী ০১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম- ১। মোঃ তাহিদুল ইসলাম (২৮), পিতা- মোঃ মজনু মিয়া, গ্রাম- চরচন পাড়া (আমিনুল ইসলাম মেম্বারের বাড়ীর পাশে), ২। মোঃ আল নোমান খান রাজন (২৯), পিতা- আজিজুূল হক খান, গ্রাম-

চরচনপাড়া (মান্নান ফকিরের বাড়ীর পাশে), উভয় পোঃ পূর্ব গ্রাম, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উল্লেখিত মাদকদ্রব্য ফেন্সিডিল ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এসআই আহমেদ মোর্শেদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে, কোতয়ালী মডেল থানার মামলা নং- ৭৭, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৪(খ) রুজু করা হয়। মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *