[ম্যাক রানা ]


কুমিল্লা মহানগরীর আজ ১০ ফেব্রুয়ারি বিকাল ০৩ ঘটিকার হইতে বাদশা মিয়া বাজার হইতে ষ্ট্রেশন রোড হয়ে ধর্মপুর পূর্ব চৌমুহনী পর্যন্ত রাস্তাটা কিছু সংখক দোকানদার ও স্থানীয় লোক জন অভইধ ভাবে ফুটপাত দখল করে রাখে।
রাস্তাটায় দখল থাকায় সাধারন জনগন হাটা চলার কোন উপায় ছিল না । কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ এর নেত্রীতে,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফখরুল হোসাইন সহ এই অভিযান পরচিালনা করে এই রাস্তাটা দখল মুক্ত করা হয় । উমুক্ত করে দেওয়া হয় সাধারন পথচারীদের। পড়ে বাদশামিয়া বাজারের পশ্চিম শাসন গাছা বাস ট্রেন পর্যন্ত ফ্লাইওভারের নিচে ও রাস্তা বন্ধ করে ব্যাবসা করে আসছিল কিছু অসাধু ফুটপাত ব্যাবসায়ীরা আগামীকাল সকাল ১০ঘটিকা পর্যন্ত সময় দেওয়া হয় নিজ নিজ দায়িত্বে অপসারন করার জন্য ।
কুমিল্লা টু ঢাকা যাওয়ার বড় বাস ট্রেশন শাসনগাছা কুমিল্লার জন প্রিয়২টি বাস সাভির্স তিশা ও এশিয়া এই রোডের সব চাইতে বড় যানজটএর মূল কারন রাস্তার মাজ খানে দাড়িয়ে যাত্রী উঠানো হয়। তাদেও নিজ নিজ টারমিনাল থাকা শতের্যও মাজ রাস্তার প্রতিটি গাড়ী দাড়িয়ে রাখা হয় তাই তাদেরকে শতর্ক করা হয় । যে সকল ব্যাবসায়ীরা সিটি করপোরেশনের আওতায় ব্যাবসা করে আসছে কিন্তু কোন প্রকার ট্রেড লাইসেন্স নাই তাদেরকে তাতক্ষনিক ট্রেড লাইসেন্স ও বিলবোর্ড এর জন্য সরকারী সিল মোহরের মাধ্যমে নগদ অর্থ প্রদান করতে হয় ।
প্রায় ৪৫০০০ হাজার টাকার রিসিট কাটা হয়। পড়ে ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ সাংবাদিকদের বলেন কুমিল্লা জেলা প্রশাসন কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা স্থানীয় প্রশাসন সম্নয়ে কুমিল্লা সিটিকে একটি আধুনিক সিটি বা নান্দনীক ক্লিন সিটি করার যে ঘোষনা দিয়েছেন তা বাস্তবায়ন করার লক্ষে আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *