[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]


গত ৩ সেপ্টেম্বর রাতে ১২টায় চৌদ্দগ্রাম থানায় এসআই লিটন চাকমা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম ০৩নং কালিকাপুর ইউপিস্থ বিজয়পুর রাস্তার মাথায় চট্টগ্রাম টু ঢাকামুখী মহাসড়কের উপর হতে আসামী ১। মোঃ রুবেল(৩৮), পিতা-কুরবান পেদা, গ্রাম- টিয়াখালি,থানা- কলাপাড়া,জেলা -পটুয়াখালী, ২। মোঃ সোহেল(২৫) পিতা-আব্দুল হাই বেপারী,গ্রাম- শিলাংকর, থানা- নড়িয়া,জেলা -শরীয়তপুর,


৩। মোঃ নয়ন(২১),পিতা-বাবুল মিয়া,গ্রাম- মুছারচর মধ্যমপাড়া থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ দ্বয়কে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দাখিল করেন। মামলা নং-০৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *