[ ম্যাক রানা ]
চাকরী ফিরে পেতে মানববন্ধন করেছে গ্রামীন ফোনের কর্মীরা। গতকাল কুমিল্লা প্রেসক্লাবে বিকেল সাড়ে ৩ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত গ্রামীন ফোনের কর্মীরা জানান, চাকরী হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর দিনাতিপাত করছে।
জানা যায়, করোনা মহামারীর শুরতে গত ৩১ মে গ্রামীন ফোন টেকনোলজি ও কমার্শিয়াল ডিভিশনের ১৮০ জন কর্মীকেস্থায়ী কাজ থেকে অপসারণ করে কর্মহীন রেখেছে। এছাড়াও অদক্ষ লোকদের মাধ্যমে স্পর্শকাতর কাজগুলো করে যাচ্ছে। এমন অবস্থায় ১৮০ জন দক্ষ সদস্য কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে শংকায় রয়েছে। গ্রামীন ফোন এমপ্লয়িজ ইউনিয়ন কর্ম ফিরে পেতে জোরালোভাবে তাদের দাবী জানিয়ে আসছে। বিষয়টি এখনো সুরাহা না করায় গ্রামীনফোন এমপ্লয়িজ ইউনিয়ন তাদের ধারাবাহিক আন্দোলনের ২৪ তম কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার সারাদেশে মানববন্ধন করে।
মানববন্ধনে অংশ নেয়া গ্রাফীনফোনের কর্মীরা বলেন, গ্রামীনফোন কর্তৃপক্ষ অতিসত্বর কর্মহীন সকলকে কাজে নেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রামীনফোন এমপ্লয়িজ ইউনিয়নের চট্টগ্রাম আহবায়ক কমিটির আহবায়ক কমিটির সভাপতি মোঃ ইমাম উদ্দীন ইমন, সাধারণ সম্পাদক প্রভঙ্কর চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।