[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]
আজ ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল বেলা আলেখারচর, কোরপাই, নিমসার বাজার ও সদর হাসপাতাল রোড এলাকায় ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া,সিভিস সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো: আব্দুল কাইয়ুম, ডা. মো: মেহেদী হাসান সজীব এবং স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।