[ম্যাক নিউজ রিপোর্ট:- কুবি প্রতিনিধি]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
শাহরিয়ার অনিক নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ব্যবস্থাপনা বিভাগের।


বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।
তিনি বলেন, শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসক। তার বাসা কুমিল্লা জেলা শহরের পুলিশলাইন এলাকায়।

তিনি আরও বলেব, তার নিজ বাসাতেই ঘটনাটি ঘটেছে৷ বিষয়টি আমাদের জন্য খুবই মর্মান্তিক৷ এই ধরনের বিষয় আমাদের কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *