[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মুক্ত করতে ২৩ বছরের রাজনৈতিক জীবনে ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। তিনি হিন্দু বৌদ্ধ মুসলিম নয়,বাঙালি
জাতিরকে মুক্তি দিয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের গড়াই ছিল বঙ্গবন্ধু লক্ষ্য। আমি বঙ্গবন্ধুর কর্মী, শেখ হাসিনার কর্মী। সামপ্রদায়িক চেতনা নিয়ে কেউ আওয়ামী লীগ করতে পারেন না। আমি বিশ্বাস করি, রাষ্ট্র সবার,ধর্ম যার যার। দীর্য ৫০ বছরের রাজনৈতিক জীবনে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে কুমিল্লার মানুষের জন্য কাজ করেছি।
গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসক পূজা উদযাপন নিয়ে একটি সভা ডেকেছিল । আমি সেই সভায় বলেছিলাম, মাদকমুক্ত পূজা চাই। মদ খেয়ে পূজা মণ্ডপে কেউ আসতে পারবে না। আমি মাদকমুক্ত শুধু পূজা নয়, সেদিন আমি আরও বলেছিলাম, আমি মাদকমুক্ত কুমিল্লা মহানগর গড়তে চাই। চাঁদাবাজমুক্ত কুমিল্লা গড়তে চাই। ইভটিজিং মুক্ত কুমিল্লা গড়তে চাই। সন্ত্রাসমুক্ত কুমিল্লা গড়তে চাই। মদ নিষিদ্ধ করার কথা বলায় নাকি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের অনুভূতিতে আঘাত হেনেছে। তারা বলছে আমি নাকি সাম্প্রদায়িক। যারা হিন্দু সম্পতি দখল করে খেয়েছে,শংকরের মাথা কেটে নিয়েছে তারা আজকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাথে মিলে কুমিল্লার নতুন করে চক্রান্তে নেমেছে। কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রবীর কে হত্যা করা হয়েছিল পূজা মণ্ডপে। তাই পূজা মণ্ডপের সম্মান রক্ষায় মদ মুক্ত পূজার কথা বলেছিলাম।
সকল পূজায় নেতা-কর্মীদের নিয়ে পাহারাদারের দায়িত্ব পালন করেছি। বাবরী মসজিদ নিয়ে যখন গন্ডগোল হয় সেদিন নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে মন্দির পাহারা দিয়েছি। টিক্কাচরে কবরস্থান ও শশ্মানের জায়গা নিয়ে সমস্যা ছিল তা সমাধান করে দিয়েছি। এমপি হওয়ার পর কোটি টাকা বরাদ্দ দিয়ে টিক্কাচর শশ্মানের উন্নয়ন করেছি। ঠাকুরপাড়ায় শ্মশানে আমাকে গুলি করা হয়েছিল। ১৩ তারিখ নাকি তারা কুমিল্লায় কর্মসূচি দিয়েছে। কুমিল্লার হিন্দুরা যদি কর্মসূচি পালন করেন কোন আপত্তি নেই। কিন্তু বাহির হইতে ভাড়া করে লোক আনলে প্রতিহত করা হবে। ছাড় দেওয়া হবে না। শান্তির কুমিল্লাকে অশান্ত করতে দেওয়া হবে না। কুমিল্লার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ উপমহাদেশের নেতা মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত অভয় আশ্রম বিক্রি করে দিতে ছেয়েছিল। আমি বাঁধা দেওয়ায় বিক্রি করতে পারেনি। তারাই আমার অংশবিশেষ বক্তব্য বিকৃত করে চক্রান্ত করছে।
গতকাল বুধবার (১১অক্টোবর) রাতে নগরীর শুভপুর ঈদগাহ মাঠে আয়োজিত কুমিল্লা মহানগর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি এসব কথা বলেন।
আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, প্রয়োজনে আমরা আমেরিকা যাবোনা। আমাদের নেত্রী বলেছেন, আমাদের ভিসা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। পৃথিবীর অনেক দেশ আছে, প্রয়োজনে আমরা আমেরিকা যাবোনা। তিনি আরো বলেন, শেখ হাসিনা পৃথিবীর প্রভাবশালী নেতা। শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে গরীব মানুষ থাকবেনা। তিনি চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড বঙ্গবন্ধুর নামে ইপিজেড তৈরি করছেন যেখানে ৩০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি ৫৫ লক্ষ অসহায় ভূমিহীন মানুষকে ঘর সহ জায়গা দিয়েছেন। সুবিধাবণ্চিত ১০ কোটি ৬১ লাখ মানুষ কে তিনি সরকারি সুবিধার আওতায় এনেছেন । ২ কোটি ৬৫ লাখ মানুষকে তিনি খাদ্য সহায়তা পাচ্ছেন।
ড. মোঃ ইউনুছ প্রসঙ্গে এমপি বাহার বলেন, দেশতে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। শ্রমিকদের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য আদালতে দোষী প্রমাণিত হয়েছেন। ১৯৭১ সালে তার কোন ভূমিকা ছিলোনা। করোনা মহামারির সময়েও তাকে দেশ ও জনগণের পাশে দাড়াতে বা ভূমিকা রাখতে দেখা যায়নি। তিনি এদেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। তার কর্মকাণ্ড বিতর্কিত। সেই সুদখোর ষড়যন্ত্র করছে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা ও কৃষি ও সমবায় সম্পাদক সাদেকুর রহমান রানার উপস্থাপনা ও
৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাবেক কাউন্সিল হাজী জাহাঙ্গীর আলমের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক ।
সম্মেলনে সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম কে সভাপতি ও কাজী হাসান ইমাম সাগরকে সাধারণ সম্পাদক করে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করেন।