[ম্যাক নিউজ ডেস্ক]

বুকিং সহকারী ,নাটোর রেলওয়ে স্টেশন,সদর, নাটোর এর বিরুদ্ধে ট্রেনের টিকিট বিক্রয়ে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ অদায় করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, রাজশাহী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে আগত কয়েকজন যাত্রীর সাথে কথা বলে সরকার নির্ধারিত মূল্যে টিকিট ক্রয় করেছে মর্মে পায়। ইতোপূর্বে স্টেশনের কাউন্টারে সহজ ডট কম এর টিকিট সিস্টেম মেনটেনেন্সকে বসানো হলে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কর্তৃপক্ষ তাকে সেখান থেকে সরিয়ে নেয়। উক্ত অভিযোগসমূহের বিষয়ে জেনারেল ম্যানেজার, পশ্চিমাঞ্চল, এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণে করবেন মর্মে টিমকে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *