[ম্যাক নিউজ রিপোর্ট:- মোশারফ আলম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ]

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্যা গ্রামের প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রীর হাত থেকে ছিনতাই হওয়া ৬ লাখ টাকা, চেকবই ও একটি মোবাইল উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। সোমবার দুপুরে ত্রিশাল সোনালী ব্যাংক থেকে উত্তোলন করা টাকা নিয়ে বাড়ি ফেরার পঁথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এর ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল গ্যারেজ এর সামনে থেকে মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী চলন্তবস্থায় অভিনব কেীশলে ছিনতাই করে পালিয়ে যাওয়ার পঁথে ভুক্তভোগীর ডাক চিৎকার করলে খবর পেয়ে এএসআই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারী কে ধাওয়া করে শুরু করলে পরে কিলো ডিওটিতে থাকা এসআই হুমায়ুন কবীর ও ধাওয়া করে দুই ছিনতাইকারী সোহাগ মিয়া (২৮) ও মেহেদী হাসান (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়।


এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল) অরিত সরকার বলেন, প্রবাসীর স্ত্রী শিরিন আক্তার সোনালী ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাঈম মোটর গ্যারেজে পৌঁছামাত্রই মোটরসাইকেল যোগে এসে দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালানোর পঁথে ত্রিশাল থানা পুলিশের দুজন অফিসার টহলরত থাকাবস্থায় ৬ লাখ টাকা, মোবাইল ও ব্যাংকের চেক বই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেন। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ ওসি বলেন, দুইজন চৌকশ পুলিশ অফিসার টাকা সহ দুই ছিনতাইকারী কে হাতে নাতে গ্রেফতার করেন এই দুই ছিনতাই কারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *